মানুষ ধরায় শ্রেষ্ঠ জাতি থাকতে হবে হুশ,
চলার পথে এড়িয়ে চলবে, সকল প্রকার দোষ।
দেশ প্রেমিক, জনগণকে ভাবেন আপনজন,
মুখের ভাষার মধুরতায় জয় করে নেন মন।
সমাজ সেবায় দেশের কাজে যারা কর্ণধার,
সাধারণ মানুষ তাদেরকে দিচ্ছেন সকল ভার।
ভালো করলে জনগণই রাখবে মাথায় তুলে,
কালের গর্ভে একেবারে নয়তো যাবে ভুলে।
বুঝতে হবে মানব জীবন অল্প দিনের আয়ু,
এক পলকের নাই ভরসা ফুরিয়ে গেলে বায়ু।
কিসের তরে এত বড়াই, হুংকার দেশজুড়ে,
নিথর দেহটি পড়ে থাকবে কায়া গেলে উড়ে।
শান শওকতের দামি কাপড় নিবে তখন খুলে,
সাদা কাপড় পড়াবে ধুয়ে, বড়ই পাতার জলে।
শত কোটি টাকা থাকলেও তোমায় দিবে বাঁশের খাটি,
অবশেষে শুধু শুতে পাবে সাড়ে তিন হাত মাটি।
---সমাপ্ত---
( রচনাকালঃ-১১/০৭/২০১৯)