জীবনকে যদি পুষ্প শয্যায় সাজাতে চাও ফুলে ফুলে,
বিলাস বহুল জীবনের কথা যেতে হবে ভুলে।

পরিশ্রম করে জীবনটাকে তুলতে হবে গড়ে,
ব্যার্থ হলে স্বার্থকতার জন্য যাবে সংগ্রাম করে।

বিফলতা অন্তরায় নয়,মনে রাখতে হবে আস্থা,
এর মধ্যেই লুকানো আছে সফলতার রাস্তা।

বন্ধুর রাস্তায় হাঁটতে হাঁটতে পাবে সোজা পথ,
মনের মধ্যে রাখতে হবে, দীপ্ততার শপথ।

পরিশ্রম করলে থাকবে তখন, মনের একাগ্রতা,
অভিজ্ঞতা থাকলে কর্মে, আসবে সফলতা।

দক্ষ যারা তাদের দ্বারা বাড়বে দেশের মান,
যদি দেওয়া হয় সর্বক্ষেত্রে মেধাবীদের স্থান।

মেধার ভিত্তিতে মেধাবীদের চাকরি যদি হয়,
সফলভাবে কর্মক্ষেত্রে ছিনিয়ে আনবে জয়।

অবহেলা থাকবেনা তাদের মাঝে, বিবেক দিবে সারা,
সমাজ জুরে অব্যাহত থাকবে সুশাসনের ধারা।

সুখ শান্তিতে ভরে দেবে সব মানুষের মন,
তারাই গড়ে তুলবে দেশে, সুন্দর প্রশাসন।
                          ---সমাপ্ত---
                        (রচনা কালঃ-০৪/০৪/২০১৯)