রিক্সা চালক রিক্সা চালায় সারা শহর জুড়ে,
জনগণকে যাত্রী করে সে, গলি গলি ঘুরে।

যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছে, বিশ-ত্রিশ টাকা পায়,
অনেকে আবার পুরো ভাড়া দিতে নাহি চায়।

গন্তব্যে গিয়ে কেহ যদি রিক্সা ভাড়া কম দেয়,
চালক কীভাবে যোগাবে তার পরিবারের ব্যয়।

পিতা-মাতা ছাড়াও তার সংসারে ছেলেমেয়ে আছে,
অভাবের কারণে লেখাপড়ায় তারা পড়ে আছে পাছে।

রিক্সা চালক দিন কাটিয়ে বাড়ি ফিরে বেলা শেষে,
টাকা রোজগার করে আনবেন স্বামী, স্ত্রী থাকেন বসে।

চাল ডাল কিনে আনার পড়ে, ঘরে জ্বলবে চুলা,
রান্নার পড়ে সবাই খাবে, যাবে ক্ষিদের জ্বালা।

অসহায়ত্বের জীবন তাদের নেই তো বিলাসিতা,
ভাল মন্দ জামা কাপড় পড়ে সন্তান, যা এনে দেন পিতা।

সহানুভূতি থাকতে হবে রিক্সাওয়ালার প্রতি,
নয় তো তারা হারিয়ে ফেলবে, জীবন চলার গতি।

                        ---সমাপ্ত---
                       (রচনা কালঃ- ০৭/০৪/২০১৯)