একদা মানুষ অসহায় ছিল, ভয়ে কাটাত দিন,
জাতি গোত্রের জুলুমে সমাজ, ছিল বিচারহীন।

একপর্যায়ে চিন্তায় আসে গড়তে শান্তির ঐক্য,
পরস্পরের সহযোগিতায় থাকবেনা প্রতিপক্ষ।

ক্রান্তিকাল অতিক্রমে মানুষ পেয়েছে কত সাজা,
সম্মানজনক জীবনের জন্য বানায় দেশে রাজা।

রাজ্যের মানুষ রাজা বানায় অতি আপন ভেবে,
শান্তির পরশ সুখের স্বপ্ন দেখতে পাবে সবে।

দেশের মানুষ সম্মান করে বসায় সিংহাসনে,
দেশজুড়ে আসবে স্নেহের ছোঁয়া, স্বস্তি জনমনে।

জনগণের আশীর্বাদে যিনি হলেন দেশের রাজা,
দৃষ্টি রাখবেন সারাদেশে কি বলছে তার প্রজা।

রাজার হাতে ক্ষমতা সঁপে হলো কি তারা নিঃস্ব,
রাজা বহুৎ ক্ষমতাধর তাই  বলে কি তারা শিষ্য!

শাসক যদি দয়ালু না হয়ে, না শুনেন কারো কথা,
চরমভাবে ভূলুণ্ঠিত হবে সভ্য মানবতা।

আতঙ্কগ্রস্ত প্রজার মনে থাকে ভীষণ ভয়,
অভয় না পেলে মনের আকুতি হৃদয়েতে রয়।

দুনিয়ার রঙ্গমঞ্চ ভুলে রাজা থাকেন যদি সৎ,
দাম্ভিকতা ছেড়ে বেছে নেবেন নৈতিকতার পথ।

স্নেহ মমতা বিলিয়ে যাবেন প্রজাদের প্রতি,
রাজার মঙ্গলে প্রজারা সবাই জানাবে সংহতি।

রাজার চিন্তায় থাকে যদি প্রজাদের সুখ,
রাজার আদেশে যুদ্ধক্ষেত্রে পেতে দিবে বুক।

ধন্য রাজার পূণ্য কর্মে যদি না থাকে অবহেলা,
রাজার সাথে ঘটবে সদায় প্রজার মিলনমেলা।

                  --- সমাপ্ত ---

     (রচনাকালঃ-২৪/১১/২০২০)