মানব কল্যাণের চিন্তাধারা যাদের মধ্যে আছে,
জাতির আশা অনেক কিছু, পাবে তাদের কাছে।

সারা দেশ জুড়ে ভাল মানুষের সংখ্যা অনেক বেশি,
সমাজে অশান্তির দাবানল ছড়ায়, অল্পসংখ্যক দোষী।

যারা আজকাল অর্থের লোভে ব্যাকুল হয়ে ঘুরে,
জীবন ধারার মনুষ্যত্ববোধ থেকে চলে গেছে দূরে।

অকর্ম কুকর্ম সব কিছুই করতে যাচ্ছে যারা,
ধ্বংসের দ্বারপ্রান্তে সমাজ এখন, এসব মানুষের দ্বারা।

মূল ধারায় ফিরে আনতে তরুণদের করতে হবে কাজ,
পরিবর্তন আসবে অশান্তময় ঘুনে ধরা সমাজ।

চেষ্টা করলে হয় না ধরায় এমন কি কিছু আছে?
অবহেলা ও শৈতল্যতার কারণে পড়ে থাকে পাছে।

মানুষের কত অসহায়ত্ব নীরবে নিভৃতে কাঁদে,
প্রতিনিয়ত তারা আটকে যাচ্ছে অপরাধীর ফাঁদে।

আদর্শের নীতি মানবতাবোধ রাখতে হলে ধরে,
লোভ লালসা কিছুই যেন না থাকে অন্তরে।

ভালো কাজে পরামর্শ দেওয়া এটাও একটা পূণ্য,
দেশের সেবায় কাজ করাও ইবাদতে গণ্য।

সমাজ বদলানোর চেষ্টা করে আইনকে করবো মান্য,
এসো যুবসমাজ জাতিকে গড়ে, জীবন করি ধন্য।

                        --সমাপ্ত--
  (রচনাকালঃ-২১/০৬/২০১৯)

(ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বক্তব্যের কাব্যরূপ।)