আমরা মানুষ খোদার রাজ্যে করতেছি কত নাফরমানি,
তবুও নিয়ামত বিলিয়ে যাচ্ছেন, কত যে মেহেরবানী।
জীবন বাঁচাতে কত রকমের ফল আছে দুনিয়া জুড়ে,
খোদার তরে মানুষের জয়গান, রিজিক যাবে বেড়ে।
প্রতিটি ঋতুতে নানা রকমের ফল প্রভু দিয়েছেন উপহার
বলতো কোন একটি ফল তৈরি করার সাধ্য আছে কার।
সারা দিন রোজার পরে শরীরে আসে, খানিক দুর্বলতা
সহানুভূতিতে তখনই আসে, অনাহারী মানুষের কথা।
রোজায় মানুষকে এনে দেয় সদায় আত্মার পবিত্রতা,
মুমিনের দিলে উপলব্ধি মিলে, বেহেশতের মধুরতা।
পৃথিবীতে কত নিয়ামত, শুধু ভাবুন পানির সফলতা
এক গ্লাস জল, খেলেই সফল, না পেলে বিফলতা।
মহাবিশ্বের প্রতিপালক যিনি মানুষ করেছেন সৃষ্টি
সবার মঙ্গলে সর্বদা তিনি, রাখবেন সজাগ দৃষ্টি।
মোদের প্রায়োজন খোদার কাছে চেয়ে করি যদি ভক্তি,
তাঁর সদিচ্ছা লঙ্ঘন করতে, পারবে না কোনো শক্তি।
থাকবেনা মোদের আপদ বিপদ যত দুঃখ ক্লেশ,
দৈত্যের ন্যায় মহা প্রলয় পলকে হবে শেষ।
খোদার হুকুমে সহনীয় পর্যায়ে থাকবে প্রাকৃতিক দুর্যোগ,
অসহায় মানুষের জীবন চলায়, থাকবেনা দুর্ভোগ।
আর কি উপায় আছে বলো, মহাপ্রভুর আশ্রয় ছাড়া,
মোদের ডাকে বিশ্ব ভ্রম্মান্ডের মালিক, নিশ্চয়ই দিবেন সাড়া।
--সমাপ্ত--
(রচনাকালঃ-১০/০৫/২০১৯)