সন্তানের প্রতি দায়িত্বের কথা কখনো যায় না ভুলা,
সবার মনে ইচ্ছা সঠিকভাবে, মানুষ করে তুলা।
শ্রম সাধনা সব মিলিয়ে একটাই থাকে পণ,
অর্থকড়ি বিলিয়ে দিতে কেউ হয় না কৃপণ।
তাদেরকে নিয়ে অনেক রকমের স্বপ্ন জাগে মনে,
পিতা-মাতা সন্তানের গৌরবে চলবে স্ব-সম্মানে।
সন্তানের প্রতি নজর রাখতে যদি থাকে অবহেলা,
বন্ধুদের সাথে আড্ডা মেরে কাটাই দিবে বেলা।
সঠিকভাবে তাদের প্রতি রাখতে হবে তদারকি,
পড়ার সময় পড়তে যেন বসে, না যেন দেয় ফাঁকি।
ফাঁকি দেওয়ার সুযোগ যখন থাকবে না তার মাঝে,
জীবনটা সে গড়ে তুলবে নতুন রঙিন সাজে।
সত্যি কারের মানুষ রূপে গড়তে হলে তাকে,
আদর্শের নীতি শিক্ষা দিতে হবে, মমতাময়ী মাকে।
প্রয়োজনের চেয়ে বেশি টাকা দিবেন না তার হাতে,
বাড়তি টাকার হিসাব করবে, টেবিলে বসে রাতে।
পরেরদিন কাকে কি খাওয়াবে, হবে কত মজা,
বাহবা দিয়ে বন্ধুরা বলবে তুই তো টাকার রাজা।
আগ্রহ তার বেড়ে যাবে বন্ধু বান্ধবের প্রতি,
অবশেষে পিতা মাতার থাকবে না কোন গতি।
তাইতো বলি সময় থাকতে শক্ত হাতে হাল ধর,
আদর সোহাগে সন্তানদেরকে মনের মতো গড়।
-- সমাপ্ত--
( রচনাকালঃ-১৭/০৫/২০১৯)