পাখির বাসার বাচ্চা ছানা যখন আনা হয়,
মা পাখিটা বাচ্চার জন্য পাশে পাশে রয়।

কিচিরমিচির শব্দ করে বাচ্চা পাওয়ার আশে,
ভেবে দেখো মা পাখিটা কত যে ভালোবাসে।

একটা প্রাণী জ্ঞানটাই কত, মাতৃত্বের কত জোর,
সৃষ্টিকর্তার অপার মহিমায়, ভালোবাসা ভরপুর।

সৃষ্টিকূলের শুরু থেকে ধরায় এসেছে যত প্রাণী,
নিয়ম কানুন আর ভালোবাসা, সবে চলছে মানি।

গভীর ভাবে চিন্তা করলে ভাবতে পারি মোরা,
নিপুণভাবে কোন কারিগর গড়লেন জোড়া জোড়া।

হরেক রকম কীটপতঙ্গ আরও যত পশুপাখি,
দেখতে পাবে তাদের বন্ধন, খুললে দুটি আঁখি।

জমিজমা না থাকলেও নিত্য আহার খুঁজে,
বিকেল বেলা বাসায় ফিরে তৃপ্তিভরে ভোজে।

গাছের ডালে বসার তরে পাখিরা আসে উড়ে,
নিজের ভাষায় আপন মনে সবাই গান জুড়ে।

গোধূলি লগ্নে পাখির তানে মন জুড়িয়ে যায়,
গুণীদের ভাষায় পাখিরা সবে প্রভুরই গান গায়।

                        --সমাপ্ত--
(রচনাকালঃ-১৯/০৬/২০১৯)