বাংলা ভাষা-শহীদদের কথা
অহরহ মনে পড়ে,
কেমনে তাঁরা জীবন দিয়েছিল
মাতৃ ভাষার তরে।
বাংলা সবার মুখের ভাষা,
কেড়ে নিতে চেয়েছিল যারা,
সে ভাষাকে রক্ষা করে
সালাম, বরকত তরুণেরা।
শহিদ ভাইদের রক্তে গড়া
আমাদের এই মাতৃভাষা,
যার মাধ্যমে প্রকাশ করি,
দুঃখ আবেগ ভালোবাসা।
মায়ের ভাষার জন্য যাদের
ছিল আত্মদান,
তাদের ত্যাগে স্বীকৃতি পেল
মাতৃভাষার মান।
মাতৃভাষা বাংলার জন্য
সংগ্রাম করেছেন যারা,
অকালেতে জীবন দিয়ে
চলে গেলেন তারা।
একুশে শহিদদের জন্য
চাইবো মাগফেরাত,
শেষ বিচারে প্রভু যেন
দান করেন জান্নাত।
---- সমাপ্তি ----
(রচনাকালঃ-২২/০৪/১৯৮৫)