ইস্টার সানডের দিনে ভক্তরা করছে প্রভুর জয়গান,
আকষ্মিক আত্মঘাতী বোমা হামলায় চলে গেল প্রাণ।

বিশ্ব জুড়ে অশান্তি ছড়িয়ে মানুষ মারতে যাচ্ছে যারা,
মানবতাবাদীগণ তাদের সাথে, করতে হবে বোঝা-পড়া।

কেনই বা তারা এমন করছে, কী তাদের চাওয়া-পাওয়া,
কেন বেছে নিয়েছে জীবন দিয়ে, পৃথিবী ছেড়ে যাওয়া।

বিভীষিকাময় হত্যা কাণ্ডে যাদের করা হচ্ছে  হাতিয়ার,
যারা করছেন তারা কী তা ভেবে দেখেছেন একবার।

আসলে কেন কোন উদ্দেশ্যে তারা করে যাচ্ছে এই পাপ,
নিষ্পাপ মানুষকে হত্যা করে কি, পরকালে পাবে মাফ?

কোনো ধর্মে আছে কি? মানুষ মারলে পাবে স্বর্গের তাজ,
তবে কেন তারা কার প্ররোচনায়, করছে এমন কাজ।

অন্যায় কাজের বিরুদ্ধে সবে মিলে  দাঁড়াতে হবে আজ
বিশ্ব সভ্যতার মঙ্গলে গড়ে উঠুক, অহিংস সমাজ।
                               ---সমাপ্ত---
                             (রচনাকালঃ-২৪/০৪/২০১৯)