শোনো হে বন্ধু তাকিয়ে দেখো আমি অভাগী নারী,
বিদ্যাশিক্ষা নাই বলে মোর তাকাও নয়ন আড়ি।
তোমার সংসারে কর্ম করতে জীবন রেখেছি বাজি,
তুমি এখন পর করতে চাও, ঘর করতে নও রাজি।
দোষ কি আমার তোমায় আমি প্রাণ খুলে ভালোবাসি,
রাখতে চাও না কেন মোরে তোমার ঘরের দাসী?
কি হল তোমার তুমি কি পড়েছ অন্য কারো ফাঁদে,
তোমার ভাবনায় অন্তর যে আমার দিবারাত্রি কাঁদে।
জীবন গড়তে মন-প্রাণ দিয়ে করে যাচ্ছি সংসারের কাজ,
তবুও কেন তোমার মনের গতি বুঝতে পারছি না আজ।
তুমি কি আমায় ভুলে যেতে চাও ক্ষণিকের জিন্দেগীতে,
আমি ভুলতে পারি না, প্রার্থনা করি তোমার সকল হিতে।
তুমিতো না বুঝে অবিচার করে যাচ্ছ আমার প্রতি,
আমার অসহায়ত্বে ভেবে দেখো কি হবে মোর গতি।
তুমি তো শুধু গোলক ধাঁধায় দেখছো মরীচিকা,
সংসার ভাঙ্গার পথে তোমায় দিচ্ছে শুধু ধোঁকা।
ভাবনি কখনো তোমার উদরের সন্তানের ভবিষ্যৎ,
ভূলুণ্ঠিত করতে যাচ্ছ যে তুমি বংশের মান-ইজ্জত।
অন্যের ক্ষতি করে না যারা, জেনে দেখো তাদের মত,
ভঙ্গ করতে যেও না-গো প্রাণের স্বামী বন্ধনের শপথ।
--- সমাপ্ত ---
(রচনাকালঃ-০৭/১০/২০১৯)