এই ধরাতে সকল মানুষই সুখী হতে চায়,
সুখের সন্ধান করতে যেয়ে খোঁজে নাহি পায়।

কারও মনেতে কষ্ট দেওয়া অনেক বড় পাপ,
সেটাই তার হৃদয় জুড়ে ঘটায় যে উত্তাপ।

অন্তর থেকে সুখ চলে যায়, কষ্ট পায় তার মন,
অশান্তির অনলে সদায় তাকে পোড়ায় সর্বক্ষণ।

মানুষ যখন আদর্শ থেকে চলে যায় অনেক দূরে,
নরক এসে তখন বাসা বাঁধে, তাদেরই অন্তরে।

কারো মনে কষ্ট দিয়ে যার উদ্দেশ্য কার্য সিদ্ধি করা,
একদিন তাকে মানুষের কাছে পড়তে হবে ধরা।

প্রত্যেক মানুষের উদারতা প্রয়োজন স্বজাতির প্রতি,
নিজের স্বার্থে না যেন করে কারো,সর্বনাশা ক্ষতি।

জীবন সংগ্রামে জয়ী হয়ে যে উঠে উন্নতির রথে,
কেউ আবার বাঁধা হয়ে যায়, অগ্রগতির পথে।

কেনই-বা এমন মানুষের মধ্যে সহিংস মনোভাব,
ইচ্ছে করলেই দূর করতে পারে  পশুত্বের স্বভাব।

পশুর মধ্যে হিংস্র প্রাণী বাঘ, সিংহ, হায়েনা
তবুও তারা স্বজাতি ভেবে, একে অন্যকে খায় না।

মানুষের যদি মমত্ববোধ না থাকে মানুষের প্রতি,
কীভাবে মানুষ দাবি করবে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি?

                      –––সমাপ্ত–––
          (রচনাকালঃ–১৮/০৩/২০১৯)