হাসপাতালে দৃশ্যপট পাল্টে যাচ্ছে আজ,
করোনার ভয়ে অন্য রোগ পাচ্ছে ভীষণ লাজ।

রোগীর শয্যা খালি দেখায় হাসপাতালে গেলে,
ক্লিনিকেতে রোগীর সংখ্যা নেই বললেই চলে।

কোভিডের দাপটে অন্য জীবাণু অসহায় হয়ে কাঁদে,
লুকিয়ে পড়েছে সাধারণ রোগ মনোবলের ফাঁদে।

ছুটির দিনে প্রাইভেট ক্লিনিকে নামত রোগীর ঢল,
সেথায় আজ নিরবতা, নেই যে কোলাহল।

ক্লিনিকেতে ডাক্তার মিলে অনেক খোঁজার পরে,
ডাক্তার বলেন, কাছে এসো না, থাকো ৩ ফুট দূরে।

করোনা আতঙ্কে ডাক্তারেরও মনে ভীষণ ভয়,
সেবাদানে জীবনটা যে ঝুঁকির মধ্যে রয়।

ডাক্তারের অপ্রতুলতায় রোগী বদলায় সেবার গতি,
পাল্টে যাচ্ছে দেশজুড়ে, ডাক্তার দেখানোর রীতি।

ডাক্তারের কাছে যায় না রোগী নিজের অসুখ জেনে,
সাধারণ রোগ থেকে বাঁচার জন্য পথ্য চলেছে মেনে।

বাস্তবেই ডাক্তারের কাছে আসছে না কোনো রোগী,
ঔষধ না খেয়েও সেরে উঠছে অনেক ভুক্তভোগী।

মহামারীর ভয়েতে আজ কাঁপছে সারাদেশ,
সাবধানতা অবলম্বনে নিষেধ সমাবেশ।

অসুখ-বিসুখ হার মেনে যায় সতর্কতার কাছে,
সকল মানুষ সচেতন হলে জাতি যাবে বেঁচে।

মহামারীর মহা বিপদে বাঁচতে যদি চাই,
প্রার্থনা করি সবাই মিলে, মুক্তি যেন পাই।

                         --- সমাপ্ত ---
         (রচনাকালঃ-১৪/০৫/২০২০)