চলেছে মেদিনী আপন কক্ষে রবিকে কেন্দ্র করে,
মহাশূন্যে ভাসছে ধরা, মানুষ তার উপরে।
চিন্তা করলে যায়না পাওয়া কোনরকম কূল,
ভাবতে গেলে মনটা ভীষণ হয়ে যায় ব্যাকুল।
তটিনী-সিন্ধু অচল গিরিতে কতই প্রাণীর বাস,
সাজানো এই ধরনী একদিন হবে যে বিনাশ।
অবনী রয়েছে প্রবল ঝুঁকিতে, জীবন অতি অল্প,
তবুও মানুষ বুঝতে চায় না জীবনের মূল গল্প।
আশরাফুল মাখলুকাত বিশ্ব জাহানে শ্রেষ্ঠ বলে গণ্য,
সেই মানুষই স্বার্থের মোহে মানুষকে করে পণ্য।
মানুষ যদি ভাবতো সবাই পরপারের যাত্রী,
অন্যের ভাগ্যে চাপিয়ে দিত না অমানিশা রাত্রি।
জীবন প্রদীপ নিভে যাবে নিঃশ্বাসে পড়লে বাধা,
উপলব্ধিতে বোঝতে পারবে জীবন গোলকধাঁধা।
কিয়ামত অতি নিকটবর্তী আছে হাদিসের বাণী,
বিশ্লেষণ করলে তার সত্যতা সবাই নিবে মানি।
জন্ম হলে মৃত্যু অবধারিত, নেইতো এতে দ্বিমত।
যে মরিল তার জন্য কি হলো না কিয়ামত?
মৃত্যু হলে পৃথিবীতে সে ফিরবে কি আর বল,
তার জন্য তো এটাই কিয়ামত, প্রমাণিত হলো।
হাশর-মিযান পুলসিরাতের হয়তো অনেক বাকি,
মহান আল্লাহ সৃষ্টিকর্তা, মনে যেন রাখি।
---সমাপ্ত---
(রচনাকালঃ-২৯/০৩/২০২০)