আমাদের প্রিয় নবি স্বর্গের দিশারী
যখন আসলেন পৃথিবীর 'পরে,
কোমল হৃদয়ে সত্যের বাণী জানান
মানুষের দোয়ারে দোয়ারে।
সহস্র আঘাতের করুণ ব্যাথা
সহিলেন আপন বুকে,
অশ্রু নয়নে বললেন সবাকে
ফের-রে খোদার দিকে।
অশান্তির দাবানল খোদার রাজ্যে
থাকতে পারে না আর,
আমারই ডাকে লওহে চিনে
যার মহিমা অপার।
সুপথে চলার সত্য বাণী
তোমরা শুন কর্ণ ভরে,
আমি এসেছি খোদার দাওয়াত
পৌছাতে ঘরে ঘরে।
অশান্ত পৃথিবীতে শান্তির বাণী
যিনি করেছেন দান,
একক আধিপত্যের তিনিই মালিক
তিনিই তো চির মহান।
মানুষে মানুষে হিংসা বিদ্বেষ
তা কেমন করে মানি
শুনহে মানুষ চিনরে প্রভু!
যিনি দিয়েছেন কুরআনের বাণী।
---সমাপ্ত---
(রচনাকালঃ-১৪/১১/১৯৮৩)