মরতে চায় না ভবে কেহ, বাঁচতে চায় চিরদিন,
মানব প্রেমে জীবনকে চায় করিতে রঙ্গিন।
জ্ঞানী–গুণীরা কাজ করেন, মিলিয়ে হাতে হাত
অভাব–দুঃখী মানুষের কথা, ভাবেন দিন রাত।
স্বার্থক জীবন, দূর করতে পারলে, মানুষের দুর্দশা,
জীবনকে নিয়ে ভাবতে পারেন, অমরত্ব লাভের আশা।
মানুষ যদি না ভুলে যায়, স্বরণ করে চিরদিন,
অনন্তকাল ধরে তার সুনাম বাড়বে দিন দিন।
ক্ষণিকের জিন্দেগী, অল্প দিনেই ঘটে যায় সমাপ্তি,
মানুষের মন যদি হয় জয়, এটাই বড় প্রাপ্তি।
জন সেবায় যদি আহার জুটে অনাহারীর মুখে
স্বার্থক হবে মানুষের জীবন, এই পৃথিবীর বুকে।
--- সমাপ্ত ---
(রচনা কাল- ২৬/০২/২০১৯)