যে মায়ের গর্ভে জন্ম নিয়ে, সন্তান দেখল আলোর মুখ,
অজানা কোথাও ফেলে আসতে, কাপলনা তার বুক।
জগৎ জুরে সব মানুষই মাকে ভালোবাসে,
মায়ের মুখের হাঁসি দেখলে, অন্তরে তার হাঁসে।
সন্তানকে মা আদর করে, আগলে রাখেন কাছে,
প্রার্থনা করেন সন্তানের জন্য, দীর্ঘ দিন যেন বাঁচে।
সন্তানের মঙ্গলের জন্য যে মা জীবনের ঝুঁকি নেয়,
দু'মুঠো ভাতের জন্য সন্তান, তাকে নির্বাসনে দেয়।
সীতাকুণ্ডের মহাতীর্থে সুজন মাকে ফেলে যায়,
সহজ-সরল মায়ের মন তা বুঝতে নাহি চায়।
বিশ্বাস তিনি করতে চান না, ছেলে যে ভুলে গেছে,
সবাইকে তিনি অনুরোধ করেন, পাঠাতে ছেলের কাছে।
বৃদ্ধ বয়সে সন্তানের কাছে সুখ চান পিতা-মাতা,
এটাই তো মুনুষত্যের বিধান, দিয়েছেন বিধাতা।
---সমাপ্ত---
(রচনা কাল- ০৭/০৩/২০১৯)