মানুষ পোষে কুকুর বিড়াল, পোষে পাখির ছানা,
কুকুর সবচেয়ে প্রভুভক্ত প্রাণী সকল মানুষের জানা।

অল্প আহারে সে তুষ্ট থাকে নিজ মনিবের প্রতি,
বিনিদ্র রজনী লক্ষ্য রাখে অসাধু মানুষের গতি।

প্রায় ত্রিশহাজার বছর ধরে মানুষ কুকুর পোষে,
প্রভুর সাথে বেইমানিতে পায় না কোন দোষে।

প্রভুভক্ত প্রাণী হিসেবে কুকুরের নাই জুড়ি,
মালিকের আদেশ পালনে সদায় অতন্ত প্রহরী।

মালিক যখন কোন কাজে চলে যান অনেক দূরে,
কুকুর তার সাথী হয়ে সারাক্ষণ পাছে পাছে ঘুরে।

মনিবকে কাফন পড়ায়ে যখন রাখা হয় কবর দেশে,
পোষা কুকুরটি বসে থাকে তারই কবরের পাশে।

কুকুরের আহারে মালিকের থাকলেও কৃপণতা,
মালিকের প্রতি তবুও কুকুরের থাকে বদান্যতা।

কুকুর মানুষকে ভক্তি করে আহার যোগায় বলে,
মহান আল্লাহ রিজিকদাতা যাচ্ছিনা তো ভুলে?

সকল প্রাণীর প্রতি মহাপ্রভুর অসীম স্নেহ মমতা,
পৃথিবীর বাকে তাকে ডাকলে পাব জীবনের পূর্ণতা।
                                   ---সমাপ্ত---
                 (রচনাকালঃ-২৮/০৬/২০১৯)