করোনা মহামারীর ভয়ে মানুষ থাকছে বসে ঘরে,
কর্মহীনতার নিরব ক্রন্দন চলছে দেশজুড়ে।
অসহায় শুধু নয় দিনমজুর ও গরিব মানুষ যারা,
মধ্যবিত্ত ব্যবসায়ী ও শ্রমিক সবাই পড়ছেন ধরা।
ব্যবসায়ীর মাসিক আয়ে চলে দোকান-বাড়ি ভাড়া,
মালিকপক্ষ ভাড়ার জন্য দিচ্ছে সদায় তাড়া।
উপায় কি বলুন? তাদের ঋণ যে বাড়ছে দিন দিন,
ইচ্ছে তাদের শর্ত সাপেক্ষে দোকান খুলে দিন।
মধ্যবিত্ত সহ বেশিরভাগ মানুষ কর্ম করে খায়,
কর্ম হারিয়ে তারা এখন হলেন নিরুপায়।
ক্ষিদের পেটকে কখনো তো বচনে যায়না ভরা,
কর্মের সুযোগ না করে দিলে মানুষ যাবে মারা।
যুদ্ধক্ষেত্রে মরার ভয়ে লুকায়নি কেউ ঘরে,
মরে মেরে বিজয়টাকে আনতে হবে কেড়ে।
জীবন বাঁচার তাগিদ নিয়ে নামতে হবে মাঠে,
স্বাস্থ্যবিধি মানতে হবে কর্মস্থল আর হাটে।
শিক্ষা দীক্ষা, অর্থনীতির হচ্ছে ভীষণ ক্ষতি,
কর্মে নামতে জনগণ চায় কর্তৃপক্ষের সম্মতি।
শৃঙ্খলা রেখে লকডাউনকে যদি নেওয়া হয় তুলে,
কর্মহীন মানুষের আয়ের উৎস আসবে অনুকূলে।
--- সমাপ্ত ---
(রচনাকালঃ-২৫/০৫/২০২০)