সু-শিক্ষায় শিক্ষিত ছেলে যেবা হতে চায়,
ভক্তি ভরে সালাম করতে হবে গুরু জনের পায়।
পিতা গুরু,মাতা গুরু,গুরু শিক্ষক গণ,
তাদের আদেশ মান্য করে চলবে সর্বক্ষণ।
মন্দ ছেলে বলবে তোমায় চলনা আসি ঘুরে,
দুষ্ট ছেলের পাল্লা হতে থাকতে হবে দূরে।
ভালো স্বভাব, ভাল চরিত্র কম ছেলেরই হয়,
তারাই তো হয় জীবন যুদ্ধে সফল ভাবে জয়।
সহনশীল ও ধৈর্য্য ধারণ, রাখতে হবে মনে,
সবাই তোমায় আদর করবে স্নেহেরই বন্ধনে।
ভাই বোন আত্বীয় স্বজন সবার মনে আশা,
তোমার কাছে চাইবে তারা তোমার ভালোবাসা।
দৃঢ় মন নিয়ে ভক্তি ভরে পড়বে সারাক্ষণ,
তুমি মানুষ, থাকবে তোমার সুন্দর একটি মন।
গুরুজনের আদেশ মেনে করবে তাদের যত্ন,
একদিন তুমি জ্ঞানীদের মতো হবেই দেশের রত্ন।
---সমাপ্ত-----
(রচনাকালঃ-২২/০৩/২০১৯)