কার প্রেমেতে পরে তুমি খাচ্ছ হাবুডুবু,
সে তোমাকে ভালবাসতে চাইবে কিনা কবু।

প্রয়োজন কী? যদি না হয় মনের মিলন মেলা,
কেন তুমি তার পিছনে কাটিয়ে দিবে বেলা?

তোমার মধ্যে মূর্তপ্রতীক করতে হবে কাজ,
খাটো করো না নিজেকে তুমি একটু রাখো লাজ।

ব্যক্তিত্বের মহানুভবতা করবে তোমায় শ্রেষ্ঠ,
নয়তো সম্মান হারিয়ে তুমি হবে চরম ক্লিষ্ট।

সঠিক পথে চলবে সদায় করতে যেও না ভুল,
জীবন চলার পথে নয়তো বাঁধবে গন্ডগোল।

আফসোস করে কাঁদতে হবে পাবে না কোনো সাথী,
তোমার ঘরে আলো জ্বালাতে কেউ দিবে না বাতি।

অন্ধকারে থাকবে পরে চলে যাবে সব সুখ,
জীবন ভরে দুখের বীণায় কাঁদবে তোমার বুক।

রাখতে সম্মান দূরে রাখ, কাছে পাওয়ার পালা,
তোমার অজান্তে তৈরি হবে ভালোবাসার মালা।

চুম্বকের ন্যায় সদায় টানবে পেতে তোমায় কাছে,
ভালোবাসা সারাক্ষণই ঘুরবে তোমার পাছে।

                         ---সমাপ্ত---
     (রচনাকালঃ-০৮/১১/২০১৯)