অগণিত মানুষের যাত্রাপথে
         ওহে তুমি যে কান্ডারী,
লক্ষ্যে পৌঁছাতে পাড়ি জমাও
           শক্ত করে হাল ধরি।

জাতিগোত্রের প্রত্যাশা তুমি
        জয়ের সকল আশা,
তোমার কিঞ্চিৎ ভুলের মাশুল
        জাতির ভাগ্যে দুর্দশা।

সকল সিদ্ধান্তে রেখো তুমি
      বিচক্ষণতার পরিচয়,
তোমার চলায় প্রতিটি কর্মে
       না যেন আসে সংশয়।

যাত্রাপথের চালক তুমি
      থাকবে স্বতন্ত্র ধারা।
আদর্শিকতায় বিমোহিত হয়ে
       সবাই দিবে সাড়া।

কান্ডারীতে অগাধ বিশ্বাস
        রাখছে অহরহ,
নিজজীবন বিলিয়ে দিবে
      নাই তাতে সন্দেহ।

তুমি কর্ণধার যেভাবেই বলো
        নৈতিকতার বাণী,
অনুসরনীয় আদর্শ তোমার
      সকলে চলিবে মানি।

দুর্গম পথ পাড়ি দিবে
      সহযাত্রীদের সনে,
প্রতি পদক্ষেপে সতর্ক চিন্তা
       রাখিবে স্মরণে।

ভাবিবে যাত্রীদের কথা
     বিসর্জনান্তে নিজসুখ,
তবেই ঘুরে দাঁড়াবে জাতি
     পেছনে ফেলে দুখ।

সমাপ্ত : রচনাকাল: ১৭-০৪-২০২১ ইং