মানুষের মন কত যে কোমল, ভালোবাসে কোমলতা,
সহজ সরল জীবন ধারায় ফুটে উঠে সরলতা।

কত যে অমায়িক সাধারণ মানুষ বিশ্বাসে জীবন গড়া,
ন্যায়ের পথে প্রলোভনেও তারা হয়না পথহারা।

ইচ্ছে তাদের সমাজ পরিচালনায় নেতা হবে গুণীজন,
তাদের সুচিন্তা কখনো কেড়ে নেয়, প্রভাবশালীদের মন।

ক্ষমতার বলে দাপট খাটিয়ে তারা কত যে বলিয়ান,
অসহায় মানুষ একেবারে বেহুশ, করতে জয় গান।

নিরীহ মানুষ তাদের দোষ, বলবে কেমন করে,
কোন উপায়ে জানতে পারলে, ঘর থেকে আনবে ধরে।

অনিয়মের বিরুদ্ধে আন্দোলনে নামে যদি কোনো ভাই,
প্রতিহিংসার দাবানলে সে হবে, তিলে তিলে পুড়ে ছাই।

স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ মানুষ পাবে যবে,
বাক স্বাধীনতার অধিকার টুকু তখনই রক্ষা পাবে।

আমরা সকলে খুঁজিব নেতা, আছে যার মানবতা,
সকল মানুষের সুখ-দুঃখে যে জানাবে সহমর্মিতা।

দেশপ্রেমে উদ্বুদ্ধ জননেতা, মোরা যদি খুঁজে পাই,
শান্তি আসবে সমাজ জুড়ে বঞ্চিতরা পাবে ঠাঁই।

                      --সমাপ্ত--
                   (রচনাকালঃ-৩১/০৫/২০১৯)