নয়নাভিরাম আম্রমুকুলে উদ্ভাসিত হয় মন,
নির্জনে নিরবে তোমার কথা ভাবি সর্বক্ষণ।
ভাবনায় খুঁজে পাই চলার দিশা ওগো মায়াবীনি,
কল্পনায় শুধু দেখি যেন তোমার আগমনী ধ্বনি।
বাগানে ফুটে যে কত ফুল,ক্ষনিকের তরে,
সুভাষিত গন্ধ বিলিয়ে অবশেষে যায় ঝরে।
সুগন্ধ ছড়িয়ে বিমোহিত করা ফুলের স্বার্থকতা
উপলব্ধিতে কখনো বুঝনি মোর অন্তরের ব্যথা!
মানুষের প্রতি যদি থাকে অন্তরের ভালোবাসা,
জীবন চলায় থাকবে না বাধা পূরণ হবে আশা।
তোমার প্রত্যাশায় উৎফুল্ল মন জেগে ওঠে সারা অঙ্গ
প্রকৃতির রাজ্যে বিচরণ কালে দিতে চাই তোমার সঙ্গ।
ভাবতে পারনি কখনো তুমি মনের অনুভূতি
ক্লান্ত মনে পাবে সান্তনা পেলে তোমার সম্মতি।
বসন্তের আগমনে ফুলে ফুলে বসে প্রজাপতি,
মধু সংগ্রহে ভ্রমরের গুঞ্জন কত যে প্রেম প্রীতি।
ভুবন জুড়ে বৃক্ষরাজিতে কি যে অপরুপ খেলা,
সবুজ বৃক্ষে মৃদু সমীরণ দিচ্ছে ছন্দের দোলা।
সুন্দর বসুন্ধরায় উচ্চাসনে বেছে নিব উঁচু ঠাই,
জীবন চলার পথে যদি গো তোমায় কাছে পাই।
সমাপ্ত
(রচনাকালঃ০৫-০২-২০২০ ইং)