চাও কি যেতে চাঁদের দেশে খোকাখুকির দল,
দুঃসাহসিক যাত্রাপথে রাখবে বুকে বল।

আকাশ জুড়ে তারার মেলা মধ্যখানে চাঁদ,
নীল পরীরা সুতা কেটে খোপায় দিচ্ছে বাঁধ।

বিশাল নীলাভ আকাশ, যতোটুকু  দেখি,
তার সীমানা কেউ জানেনা কতটুকু বাকি।

মহাকাশ জুড়ে গ্রহাণুপুঞ্জ অসংখ্য ছায়াপথ,
জানতে হলে যেতে হবে চড়তে হবে রথ।

আকাশ ঘোরার স্বপ্ন যদি দেয় প্রেরণা আনি,
ধারণা পাবে এলিয়েন নামের ভিন্নগ্রহের প্রাণী।

পিরামিড গড়তে বিশাল পাথর কে দিয়েছে এনে,
অসাধ্যকে কে সাধন করলো প্রশ্ন সবার মনে।

এলিয়েন নাকি বিশ্বজুড়ে করেছিল অবাক কর্ম,
বিজ্ঞানীদের গবেষণায় বেরিয়ে আসছে মর্ম।

এলিয়েনরা কঠিন কর্ম করেছিল সারা বিশ্বজুড়ে,
পিরামিডের মতো অসম্ভব কাজ তারা নাকি গড়ে।

ভুবন জুড়ে মহাবিশ্বে শুধু দেখবে আজব খেলা,
দেখতে দেখতে ফুরিয়ে যাবে জীবন তরীর ভেলা।

বৈচিত্রময় পৃথিবীজুড়ে রহস্যের নাই শেষ,
জানতে হলে জ্ঞানার্জনে করবে মনোনিবেশ।

                       ---সমাপ্ত---
  (রচনাকালঃ-০১/১২/২০১৯)