নুসরাত নুসরাত শুব্দে আকাশ ভারী করছে মায়ের আর্তনাদ,
বাক শক্তি হারিয়ে মা-জননী, ধরছেন ছেলের কাঁধ।
মাদ্রাসা শিক্ষক মানবতা শিখান,শুনিয়ে ধর্মের বণী,
গড়ে তুলবেন তারা আদর্শ মানুষ,এটাই মোরা জানি।
ধর্মীয় সু-পণ্ডিত ধর্মের আলোকে,যারা করে যাচ্ছেন কাজ
তারাই যদি ভুলেযান আদর্শের নীতি,কি করবে সমাজ।
সভ্যতার এ যুগে এসেগেছে কি,জাহেলিয়াতের যুগ,
সামাজিক নিরাপত্তার অভাবে মানুষ,পোহাচ্ছে দুর্ভোগ।
আমরা আর কত দেখব,সমাজের করুন পরিনতি,
বজ্র কণ্ঠে প্রতিরোধ করতে হবে,এ-সব অন্যায়ের প্রতি।
সকল মানুষই সহানুভূতি নিয়ে দাড়িয়েছে নুসরাতের পাশে,
দ্রুত ট্রাইব্যুনালে বিচারের দাবি, উঠছে সারা দেশে।
জাগো বাঙালি দুর্বার আন্দোলনে,বসে থাকবেনা ঘরে,
দুৃর্বৃত্তের আগুন সমাজ থেকে,দূর করতে হবে চির তরে।
---- সমাপ্ত---
( রচনাকালঃ-১৫/০৪/২০১৯)