নবাব সিরাজ জয় করে নেন মানুষের অন্তর,
নিন্দনীয় অমরত্ব লাভ করলেন মীরজাফর।
লোকটা ছিল কপট মনা লোভটা ছিল বেশি,
তাইতো জাফর ইতিহাসে হলেন চরম দোষী।
আজকে যারা শক্তির বলে ভাঙছে অন্যের ঘর,
ক্ষমতা তাদের হারিয়ে গেলে জনগণ হবে পর।
বিশ্বশান্তির প্রত্যাশা নিয়ে গড়া হচ্ছে জাতিসংঘ,
মানবাধিকার আইন যেন কেহ, নাহি করে ভঙ্গ।
প্রত্যেক দেশে থাকতে পারে সংখ্যালঘুর বাস,
তাই বলে কি তাদের উপর চালাবে সন্ত্রাস?
কোনো দেশে জুলুম হলে দেখবে সকল দেশ,
চেষ্টা করবে আনতে সেথায় শান্তির পরিবেশ।
কোথায় আজি জাতিসংঘ নীরব কেন মুখ,
নির্যাতিত মুসলমানরা কাকে বলবে দুখ?
শান্তির জন্য জাতিসংঘ চলছে যাদের দ্বারা,
তারা আজ এগিয়ে এসে দেননি কেন সাড়া।
মানবতাবাদিগণ মানবতাকে না যদি রাখেন চাঙ্গা,
সাম্প্রদায়িক মনোভাবে সমাজে বাড়বে শুধু দাঙ্গা।
একটি পরিবারে স্বামী যদি স্ত্রীকে প্রহার করে,
অত্যাচার দেখে প্রতিবেশী কি নিরব থাকতে পারে?
অন্যায় দেখে দূরে থাকার রীতি যদি হয় চালু,
সামাজিক বন্ধন কী প্রয়োজন একটু ভেবে বলো।
শত বছর কেউ বাঁচবে না মনেরই বিশ্বাস,
শুধু ভালো-মন্দ কর্মফলের থাকবে ইতিহাস।
তাইতো বলি মহৎ কাজে ব্যবহার করোন শক্তি,
ধর্ম বর্ণ ভুলে নির্বিশেষে, সবাই করবে ভক্তি।
---সমাপ্ত---
(রচনাকালঃ-২৮/০২/২০২০)