আয়রে আমার সোনামণি মায়ের বুকের ধন,
জন্মদাত্রীর সোহাগ পেলে ভরবে তোরই মন।
মায়ের মুখে শোনাবো যা জানবে অতি অল্প,
চাঁদের বুড়ি শুনাবে তোমায় চাঁদ মামার গল্প।
ঘুম পাড়াতে আসবে ওরে পরিস্থানের রানী,
শুনাবে তোকে মজার গল্প অজানা কাহিনী।
রানী সে যে আদর করে নিবে কোলে তুলে,
মনের দুঃখ কান্নাকাটি সবই যাবে ভুলে।
তোকে নিয়ে যাব আমি পাহাড়ি নদীর ধারে,
দেখবে পাখিরা উঁচু গাছে বসছে আপন নীড়ে।
দেখবে সেথায় জেলেরা সব নদীতে মাছ ধরে,
বক পাখি আর বুনোহাঁসেরা দলে দলে উড়ে।
আয়রে আমার যাদুমনি ঘুমের ঘোরে যাও,
মেলার হাটে আনবো কিনে ময়ূরপঙ্খী নাও।
ঘুমের ঘোরে খেলার ছলে থাকবে নায়ে বসে,
সাত সমুদ্র পাড়ি দিবে তুমি মনেরই উল্লাসে।
ঘুমিয়ে পড়লে দেখতে পাবে অচিনপুরের রাজা,
রাজার সাথে মিলবে তুমি হবে যে কতই মজা।
---সমাপ্ত---
(রচনাকালঃ-২০/০৯/২০১৯)