স্বাধীন দেশের সেরা বিদ্যাপীঠে আজ যারা ছাত্র,
ভবিষ্যতে ষোল কোটি মানুষের তারাই মুখপাত্র।
ঈশ্বর প্রদত্ত প্রখর জ্ঞানের অধিকারী যারা হয়,
জাতির অগ্রগতির চিন্তাধারা তাদের মধ্যে রয়।
স্বদেশের প্রেমে নির্ভীকতায় নেয় জীবনের ঝুঁকি,
আশায় থাকে প্রভাতের সূর্যটি কখন দিবে উঁকি।
প্রকৃত মেধাবীরা কোমল মনা, থাকে না তাদের দম্ভ,
তাদের দ্বারা অন্যায় হলে, জাতি হয়ে যায় হতভম্ব।
শিক্ষাঙ্গন আজ জ্বলবে কেন অশান্ত দাবানলে,
ছাত্র সমাজকে চলতে হবে সকল অন্যায় ভুলে ।
উচ্চপর্যায়ের জ্ঞানী-গুণী যারা আছেন দেশ জুড়ে,
তারা রাজনীতি করতে হবে, থাকলে হবেনা সরে।
সুনামের সাথে কর্মজীবন যাদের হয়ে যাবে শেষ,
উপদেষ্টা স্বরূপ থাকবেন তারা গড়তে সুন্দর দেশ।
রাজনীতি বুঝতে হলে থাকতে হবে রাজার জ্ঞান,
লোভ লালসা ভুলে ছাড়তে হবে অপকর্মের ধ্যান।
মানুষের সেবায় অর্জন করা যায় মধুর ভালবাসা,
স্বজনপ্রীতি পরিহার করলে পুরবে জাতির আশা।
দেশ গড়ার স্বপ্ন যাদের মনের মধ্যে জাগে,
দক্ষ ভাবে নিজের জীবন গড়তে হবে আগে।
দক্ষ প্রশাসন দক্ষ জাতি শক্তিশালী গণতন্ত্র,
স্বাধীনভাবে মত প্রকাশের এটাই মূল মন্ত্র।
---সমাপ্ত---
(রচনাকালঃ-১০/১০/২০১৯)