রাসায়নিক যৌগ ফরমালিন গ্যাস দুর্গন্ধ যুক্ত,
ব্যবসায়ীরা ব্যবহার করেন ফল রাখিতে শক্ত।
ব্যাকটেরিয়া ও ছত্রাক কে মেরে ফেলা তার কাজ,
ফল-ফলাদির পচন রোধে ব্যবহার হচ্ছে আজ।
কার্বন-ডাই অক্সাইড ও অক্সিজেনের সংমিশ্রণে তৈরি,
ভাবে না কেউ ইহা যে বিষ, মানবদেহের বৈরী।
শিশুর আবদার বাবার কাছে আনতে হবে ফল,
বাবা বলেন ফরমালিন ছাড়া কী ফল আনব বল্।
কোমলমতি শিশু সে তো অন্য কিছু চায় না,
বাবার কাছে একটাই দাবি, ফল আনিবার বায়না।
মন মানেনা ফল-ফলাদি বাজার থেকে আনতে,
কর্তৃপক্ষ মনের কথা চাইবেনা কোনদিন জানতে।
বমির ভাব পেটের পীড়া ঘটাতে, ফরমালিন নেয় অংশ,
ধীরে ধীরে লিভার কিডনি ও ব্রেইন করে দেয় ধ্বংস।
খাদ্যদ্রব্যে ফরমালিন বিষ যদি না হয় বন্ধ,
চোখের কর্নিয়া অকেজো হয়ে, মানুষ হবে অন্ধ।
আইন আছে প্রয়োগ কম, জাতির ভাগ্য মন্দ,
কর্তৃপক্ষকে বোঝাবো কেমনে খুঁজে পাই না ছন্দ।
---সমাপ্ত---
(রচনাকালঃ-০৭/০৬/২০১৯)