যৌতুক একটি সামাজিক ব্যাধি সর্বজনের মুখে,
ধেয়ে আসে ভাঙতে সংসার অসহায় মেয়ের দিকে।
নিম্নআয়ের পরিবারে মেয়ের বয়স যখন তেরো,
ঘটক তাদেরকে এসে বলে বিয়ের আয়োজন করো।
ধর্মমতে সিয়ান মেয়ে রাখতে না হয় ঘরে,
কলির কালের ছেলেপুলের নজরে তা পড়ে।
বিয়ে না দিয়ে ঘরে রাখাও এক ধরনের পাপ,
তোমার কর্তব্য বিয়ে দেওয়া, যেহেতু মেয়ের বাপ।
গরিব পিতার সহায়-সম্বল নেই তো অনেক বেশি,
ঘটক আনল এক অকর্মা ছেলে, তারই প্রতিবেশী।
জানাশোনা হয়না তেমন আনল বিয়ের কাজী,
পিতা মাতার অসহায়ত্ব দেখে মেয়েও হল রাজি।
বেকার ছেলে রোজগার নাই, মেয়েরও বয়স কম,
টাকার জন্য গলা চেপে বন্ধ করে দেয় দম।
চলতে থাকে ভিন্ন রকম ঘাত-প্রতিঘাত,
পিতা তার ভুল বুঝতে পেরে, মাথায় মারেন হাত।
উপযুক্ত করে সৎ পাত্রে কন্যা করলে দান,
সুখের নীড় গড়বে দম্পতি রাখবে অবদান।
---সমাপ্ত---
(রচনাকালঃ-১৪/০৬/২০১৯)