অসহায় এক দিনমজুরের ছোট্ট একটি ঘর,
দারিদ্রতার ঝাপটায় সেটি করছে যে নড়বড়।
কাজ পেলে তার পরিবারের সবার অন্ন জুটে
না পেলে তার সন্তানাদির উপোসে দিন কাটে।
সাধ আছে সাধ্য গড়তে করতে যে হয় ঋণ
অভাবেতে এমনি করে কাটছে তাদের দিন।
বাবার কাছে বায়না মেয়ের আনতে হবে জামা
আনবে কেমনে পিতার হাতে নেই যে টাকা জমা।
বাবার কাছে ছেলের বায়না আনতে কলম খাতা
হিসাব নিকাশ মিলাতে পিতার ঘুরতে থাকে মাথা।
স্ত্রী বলেন সওদা আনবেন, ফিরবা যখন বাড়ি
নয় তো আজ ঘরের চুলায় বসবে নাকো হাঁড়ি।
মমতার বন্ধনে দিনমজুর বাধঁলো সুখের নীড়
ক্ষুৎপিপাসার সংগ্রামে লোকটি হতে যে চায় বীর।
কাজ পেতেও দিনমজুর চেষ্টায় করেন না হেলা
কর্ম না পেলে ভীষণ চিন্তায় কাটতে থাকে বেলা।
সমাজ জুড়ে বেড়েই চলছে দিনমজুরের হার
সমাজপতিরাও দূরে থাকেন কেউ ধারেন না ধার।
সকল মানুষের সুখের লক্ষ্যে মানতে হবে ধারা
মানবিক কারণে দারিদ্র বিমোচনে দিতে হবে সাড়া।
--- সমাপ্ত ---
(রচনাকালঃ-০৩/১০/২০২০)