বন্যার জলে ভেসে গেল যাদের বাড়িঘর,
তাদের বসতি বেশিরভাগই নিম্নভূমির চর।
অপর্যাপ্ত ধন-সম্পদ স্বল্প তাদের আয়,
নিম্নাঞ্চলে বসত গড়ে বেঁচে থাকার দায়।
ভবিষ্যতে বন্যা হবে সেই কথা যায় ভুলে,
দুর্বল বাঁধ ভেঙ্গে গেলে অন্তর চক্ষু খুলে।
ভাবে তখন ঘরের ভিটে যদি হতো আরো উঁচু,
বন্যার পানিতে না ডুবে বাকি থাকতো কিছু।
সঠিক তদারকিতে যদি তৈরি হয় বন্যার বাঁধ,
বানভাসিদের জীবনধারায় আসবে না বিষাদ।
বন্যার কারণে সাপ-বিচ্ছুর থাকে ভীষণ ভয়,
শিশুসহ পরিবারের সবাই সতর্ক যেন রয়।
ধৈর্য্যের সাথে খোদার দয়া চাইতে হবে বারবার,
বন্যাকালীন সময়টুকু করতে হবে পার।
বর্ষার পানির প্রবাহ ধারা বিধাতার-ই দান,
খোদার আদেশ সতর্কভাবে খাটাও নিজের জ্ঞান।
ঘর নির্মাণে উচ্চতার ক্ষেত্রে থাকতে হবে নীতি,
স্থানীয় প্রশাসন দৃষ্টি রাখবে নির্মাণ কাজের প্রতি।
জেলা প্রশাসনের সুদৃষ্টি ও সহযোগিতা পেলে,
ভেসে যাবে না বহু বাড়িঘর অকাল বন্যার জলে।
--- সমাপ্ত ---
(রচনাকালঃ-০৫/০৮/২০২০)