বার বার আঘাত আনতে থাকে কালবৈশাখী ঝড়,
ঝড়ের কবলে পড়ে উড়ে যাচ্ছে অনেক বাড়িঘর।
কালো মেঘের ঘনঘটা উত্তর পশ্চিম কোণে,
আতংক ছড়িয়ে দেয় কৃষক ভাইদের মনে।
মাথার ঘাম পায়ে ফেলে ফলায় ক্ষেতে ধান,
ছিন্ন-বিন্ন করে দেয় সব বৈশাখী তোফান।
মেঘমালা বাষ্প হয়ে হাওয়ায় করে বাস,
ঝড় আকারে শিলা বৃষ্টি, সব করে দেয় নাশ।
ফসল তুলতে কৃষকেরা মাঠে, কাঠাচ্ছেন দিন-রাত,
ষোল কোটি মানুষের অন্ন যোগাতে হচ্ছেন কুপোকাত।
গুরুম গুরুম শব্দে আকাশে যেন ক্ষেপণাস্ত্রের যুদ্ধ,
প্রাণের ভয়ে লুকায় সবাই, কোথাও হয় জড়োবদ্ধ।
হঠাৎ করে শুরু হতে থাকে বজ্রপাতের দূর্যোগ,
এর কবল থেকে রক্ষা পাওয়ার নেই কোনো উদ্যোগ।
ঝড় আসলেই ঝড়ে যাচ্ছে বহু মানুষের প্রাণ,
অকাল মৃত্যুতে পরিবারের লোকেরা হয়ে যায় অজ্ঞান।
এ মহা সমস্যায় বিজ্ঞানীরা করবেন কিছু আবিষ্কার,
পৃষ্ঠ-পোষকতা দিয়ে যাবেন এ দেশেরই কর্ণধার।
--সমাপ্ত--
(রচনাকালঃ-১০/০৪/২০১৯) (রচনাকালঃ-১০/০৪/২০১৯)