করোনা কালে মানবতার চিন্তা আসে নি যার দিলে,
মানুষকে ঠকিয়ে যাচ্ছে তারা ধোঁকার খেলা খেলে।
ঠান্ডা মাথায় সুস্থ মনে যারা ভদ্রবেশি চোর,
সবার আশা ভেঙ্গে যাবে, তাদের খুঁটির জোর।
সেবার নামে দেশের মানুষকে দিচ্ছে শুধু ধোঁকা,
সাধারণ মানুষ বেকায়দায় পড়ে বনে যাচ্ছে বোকা।
ডাকাতের কাজ রাত্রিবেলা, দিনকে করে ভয়,
লোক ঠকানো প্রতারকের আয় দিনেই ভালো হয়।
বিশ্বাস প্রবণ মানুষেরা পড়ছে তাদের ফাঁদে,
অবশেষে বুঝতে পেরে তাদের অন্তর কাঁদে।
যুগ নাকি আজ পালটে গেছে বলছে দেশবাসী,
রাতের চেয়ে দিনের ডাকাত ধরা পড়ছে বেশি।
দুর্নীতিতে ধনের পাহাড় গড়ে তুলছে যারা,
তাদের জুলুম-নির্যাতনে মানুষ দিশেহারা।
প্রতিবাদ তো দূরের কথা রাখতে নিজের মান,
কায়মানোবাক্যে সবে তারা খোদার বিচার চান।
খোদার বিচার সময় নিয়ে ধীরগতিতে চলে,
পাপের পূর্ণতায় আসবে সমন, কাউকে না বলে।
যতই লাফাও নাটাইটাতো আছে প্রভুর হাতে,
দিন থাকতে ভালো হও, কাঁদলে হবে না রাতে।
--- সমাপ্ত ---
(রচনাকালঃ-১৮/০৭/২০২০)