যুবক যারা লেখাপড়া করে বসে আছে আজ,
বেকার হয়ে ঘুরছে তারা পাচ্ছে না কোন কাজ।

চাকুরীর আশায় উদগ্রীব সদায় পাবে যে কোন দিন,
দেখতে দেখতে বয়স তাদের চলে যাচ্ছে দিন দিন।

ভাবনা তাদের তারণা দেয় জীবন গড়ার স্বপ্ন,
কেমন করে সুখী হওয়া যায় চিন্তায় থাকে মগ্ন।

মনের মধ্যে দীপ্ত শপথ করবে একটা কিছু,
প্রতিনিয়ত অভাব তাদের তাড়া করছে পিছু।

শক্তি সাহস উদ্যমতা সবই আছে তাদের মাঝে,
কর্মের সুযোগ না পেয়ে লাগতে পারছেনা কাজে।

শিক্ষা নিয়ে গড়বে দেশ মনে ছিল বড় সাধ,
চাকরি না পেয়ে ভাবতে থাকে জীবনটাই বরবাদ।

চাকরি হয়তো নাইবা হল, তাই কি পরাজয়?
কর্মের মাধ্যমে জীবনটাকে করতে হবে জয়।

বিশ্বজুড়ে উন্নতির শিখরে অবস্থান করছে যারা,
কর্মদক্ষতাই কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে তারা।

অলসের ন্যায় বেকার বলে বসে থাকবে না ঘরে,
কাজের সন্ধানে প্রয়োজনে যেতে হবে বহু দূরে।

কারিগরী দক্ষতা জানা থাকলে মিলবে অনেক কাজ,
টেকনিকেল কাজে নিজেদেরকে গড়তে হবে আজ।

থাকবে না আর বেকারত্ব দেখবে টাকার মুখ,
ধনে জনে সংসারেতে আসবে সকল সুখ।

                             ---সমাপ্ত---
(রচনাকালঃ-২৫/০৮/২০১৯)