ভূমিষ্ঠের পর শিশু থাকে অসহায় পথের যাত্রী,
একই করটে তাকে নিয়ে মা,কাটান সারা রাত্রী।

হেসে খেলে সময় কাটে মায়ের কোলে বসে,
দাদা-দাদী নানা-নানী সবাই ভাল বাসে।

আত্বীয় স্বজন আদর করে,নেয় যে কোলে তুলে,
মনের সুখে শিশু যেন,নাগর দোলায় দোলে।

সবাই মিলে শিশুর হাতে খেলনা তুলে দেয়,
নিষ্পাপ শিশুর মুখের হাসি প্রাণটা কেড়ে নেয়।

পিতা মাতা সন্তান নিয়ে আশায় বাঁধেন বুক,
সন্তান তাদের বড় হযে, ঘরে আনবে সুখ।

মানুষের মতো মানুষ হয়ে গড়বে সে জীবন,
তার সেবা ভোগ করবে দেশের জনগন।

নিজের জীবন বিলিয়ে দিয়ে করবে দেশের কাজ,
সুন্দর করে গড়ে তুলবে আমাদের সমাজ।

                          ---সমাপ্তি---
                        (রচনা কাল-১৩/০৩/২০১৯)