জীবন গড়ার স্বপ্ন শুধু বললেই হবে না মুখে,
লক্ষ্যে পৌঁছানোর চিন্তাধারা রাখতে হবে বুকে।

ভালোবাসা গড়তে হবে বই-পুস্তকের সাথে,
অবশেষে লেখাপড়া চালিয়ে যাবে রাতে।

রাত যত গভীর হবে বেড়ে যাবে মনোযোগ,
জ্ঞান সমুদ্রে স্নান করার পাবে যে সুযোগ।

জীবন গড়ার পূর্বে যদি ঘুরো কারো পিছে,
স্বপ্ন সাধ আর কাছে পাওয়া,ষোল আনাই  মিছে।

অধ্যবসায় ও সাধনা দ্বারা যদি জীবনের হাল ধর,
ধন সম্পদ ও জ্ঞান গরিমায় হবে অনেক বড়।

সকল আশা পূর্ণ হবে মিটবে মনের সাধ,
তোমার আশায় কেউ কোনদিন করবে না প্রতিবাদ।

                        ---সমাপ্ত---
                       ( রচনাকালঃ-০৩/০৬/২০১৯)