রাজধানীর প্রাণকেন্দ্র, চক বাজার ঢাকা
আগুনের লেলিহানে, সব করেছে ফাঁকা।

ছবি হাতে স্বজনেরা, খুঁজছে আপন জন
অন্তর ফাটা কান্না যেন, করছে দু' নয়ন।

শোকার্ত মানুষের বেদনা দায়ক আহাজারী
দুঃখীনি মায়ের আর্তনাদে, আকাশ হয়েছে ভারী।

স্ত্রী হারালো স্বামী, বোন হারালো ভাই
আসহায় পিতা-মাতা এখন, কোথায় পাবে ঠাঁই।  

শোকের কান্নায় জল আসেনি, হয়েছে হতবাক
কী করবে এখন, কে দিবে সান্ত্বনা, একেবারে নির্বাক।

আগুনে পোড়া দুর্ঘটনা সম্পর্কে, মোরা যতটুকু জানি
শহীদী  দরজা তাদের জন্য, বুখারী- মুসলিমের বাণী।

  বিধাতার কাছেই সান্ত্বনার বাণী, চাইতে হবে সর্বক্ষণ
  নিশ্চয়ই অসীম দরদী প্রভু শান্ত করবেন মন।
                        --------
                     (রচনা কাল- ২২/০২/২০১৯)