হুতোম পেঁচা হুতোম পেঁচা
ঠোঁট দুটো তোর বেজায় বোঁচা
বলতো কোথায় থাকিস বাচা?

হুতোম পেঁচা হুতোম পেঁচা
লেজ খানা তুই একটু নাচা
না হয় তোকে বলব চাচা।

হুতোম পেঁচা হুতোম পেঁচা
মারব যখন কানে খোঁচা
দেখিস তখন বুঝবি বাচা।

হুতোম পেঁচা হুতোম পেঁচা
খাস খালি ইঁদুর পঁচা
তুই তো শালা আচ্ছা ছোচা।

হুতোম পেঁচা হুতোম পেঁচা
ঐ চেয়ে দেখ আসছে চাচা
করবে তোকে বন্দি খাঁচা।




: