তুলেছি দুইহাত ,তোমার দিকে
হে আমার রব, কবুল করো
আমার মোনাজাত

অসহায় আমি পথ হারা
পথের দিশা দাও
সরল পথের দিশা দিয়ে
আপন করে নাও।

করেছি গুনাহ কত, বুঝে না বুঝে
যদি না পাই ক্ষমা
বলো কোথায় যাবো
জানা নেই যে ঠিকানা।

বাড়িয়ে রহমের হাত
দিয়ে দাও বারাকাত
হে আমার রব,কবুল করো
আমার মোনাজাত