কত রঙিন স্বপ্ন বুকে জীবন যাচ্ছে ছুটে
তবু বলয়ের মাঝে ঘুরপাক
চোখে মুখে অন্ধকার
জীবনের ঘড়ি যেনো বন্ধ তার।
দূর নীলিমার সন্ধ্যাতারা
করলে লড়াই প্রাণপণে
দিবে সেও ধরা,
কিন্তু স্বপ্ন আকাশ ভরা
সময় তোমার হচ্ছে খরা
দিনশেষে দেখো সবই ফাঁকা।
সাগর বোঝাই তেলে
প্রদীপ জ্বালিয়ে দিলে
সেটি যেমন নিভেনা,
কত রাত দিন হয়
রাত শেষে ভোর হয়
জীবন ছোটা তেমন থামেনা।
ক্ষত বিক্ষত স্বপ্ন যুদ্ধে
লড়াই করে ঢাল নিয়ে
শক্ত হাতে রক্ত মাখে
জীবন ছুটে স্বপ্ন টানে।
কোনো এক প্রহর শেষে
দম নেয় বড় শ্বাসে
হঠাৎ থামে পথ চলা
বুঝি দিলো স্বপ্ন ধরা।
লক্ষ পুরণ, স্বপ্ন গড়ন
এইতো জীবনের খেলা
স্বপ্ন বুনতে জীবন ছুটবে
তাতে আসুক মরণ বেলা।
কবিতা: জীবন ছুটে
কবি: সুয়েল হক
লিখার সময়: ২৪ মে,২০২১
লিখার স্থান: রংপুর