ভয় নেই ,ভয় নেই ,ভয় নেই
ঐক্যের বন্ধনে ভয় নেই।
ভয় নেই ,ভয় নেই ,ভয় নেই
বিশ্বের মুসলিম ভয় নেই

আমার ভাইয়ের বুকে করছে গুলি
আমি মেনে নিতে পারিনা
আমার বোনের চোখে কষ্টের নোনাজল
জমে যেতে দিবনা।

চেয়ে দেখো ওদিকে নিষ্পাপ শিশুরা
জালিমের জিভ টেনে ধরছে
আমার ভাই আজও অসহায় হয়ে
জীবন বাঁচাতে লড়ছে।

বিশ্বের মুসলিম এক হও
বিপদে হার মেনোনা
গাদ্দারের গোলার ভয়ে
পিছন পালিয়ে যেওনা।

এখনিতো সময় হতে হাত রাখবার
এতদিন যার যা হয়েছে
ভেদাভেদ ভুলে যাও এক হও কাতারে
জালিমরা লেজগুটে পালাবে।

ভয় নেই ,ভয় নেই ,ভয় নেই
আল্লাহ আছেন সাথে ভয় নেই
ভয় নেই ,ভয় নেই ,ভয় নেই
আমাদের হবে জয় ভয় নেই।
@Suyel Haque