দাঁড়িয়ে হরি বল ওরে
পাখি কোথায় বাস করে?
ভাবছে হরি চুল ছিঁড়ে
ঠোঁট দুখানি বিড়বিড়ে
মিনিট দুয়েক চুলকিয়ে
উত্তর দেয় ভয় ভয়ে
বাস করে পাখি খাঁচাতে
ছোলার বাটি রয় তাতে।
তাকায় স্যারে লাল চোখে
বেরিয়ে আয় এই দিকে
বাকি জানে সাধারণে
বলব আর কি কারনে।।