ভালবেসে আমি, কি সুখ পেয়েছি?
সারাটা জীবন ভালোই বেসেছি,
জানিবার সাধ জাগে।
শুনেছ প্রেয়সী তোমার দুয়ারে
শত্রু করেছি নিদ্রা আহারে
তবু নাই তুমি ভাগে।
ইচ্ছের ডানা কেটে হাসিমুখে
শত বিরহের ভার চেপে বুকে
দিয়েছি সুদূর পাড়ি।
পয়লা বোশেখ পরব ভুলেছি
ভাঙা গর্দানে পাহাড় তুলেছি
চৈতি গাজন ছাড়ি।
বাঁধা একতারা ভেঙেছে কে কালে
ময়লা জমেছে কাশ্মীরি শালে
অতীতের নাই বাকি।
সিচেঁ ছায়াপথ রক্ত কনায়
মরুচর গায়ে বরষা ঘনায়
বিনিময়ে শুধু ফাঁকি।
ডুবেছি গহীন সাগরের কোলে
আলপিন ফুটে ফুসফুস তলে
বেদনার বাঁধ ভাঙে।
ছিবড়ে হয়েছি পেষাই যন্ত্রে
তবু বিক্ষোভ আসে না অন্ত্রে
যোগমায়া অনুরাগে।
সাদা কালো ভুলে স্বচ্ছ হয়েছি
হিমালয় ঢালে একলা বয়েছি
আরও কি সইতে রয়ে।
জীবিত কায়ায় নাই বাকি স্নায়ু?
কবরে রেখেছি বন্ধক আয়ু
ক্ষণ যায় দ্রুত ক্ষয়ে।