তোমার উপমা তুমি নিজে
ও সাগর, তোমার ঢেউয়ের আদরে,
                        আমার দুঃখ গেল ভিজে।

ধুয়ে গেল গ্লানি সব, মুছে গেল ব্যথা
আঘাতের ক্ষতগুলি ভুলেছে বেদনা
শহরের কলরব চাবুকীও কথা, নাই
বাতাস জড়িয়ে বলে "প্রেয়সী কেঁদো না"।
ও সাগর, ঝিনুকের খোলকুচি দেখে
                         আমার বাঁচার শখ জাগে।

ওপারেতে কেউ যেন ডাকে,
জানি ওটা সে তো নয়, বড় মিঠে গলা।
আমারও ইচ্ছে হয় বলে দেবো সব'ই
এতকাল কত কিছু বাকি আছে বলা।

পাতাদের করতালি পাখিদের কলতানে  
এক মনে আড়ি পেতে খুঁজেছি ইশারা
হাত ধরে টান দিলো, নৌকো চড়ার নেশা
শুরু হওয়া রূপকথা ভেঙ্গে দিল তারা।
ও সাগর, আজীবন পাটাতনে ভেসে,
                            ওইপার মিলবে কি শেষে?

তোমার উপমা তুমি নিজে
ও সাগর, তোমার ঢেউয়ের আদরে,
                        আমার দুঃখ গেল ভিজে।