সীমাবদ্ধতা বেঁধে রাখে মোরে
কারাগার কোলে ঠাঁই,
খোলা আসমান দেখিবারে মানা,
উদরে পাথর চাঁই।
কিবোর্ড চালাতে শিখেছি দারুন
কোমর সেঁধিয়ে খাটে,
লেখাপড়া শিখে আধুনিক যুগে
যাওয়া অনুচিত মাঠে!
কাস্তেটা ছিল বাবার ভরসা,
আমার ভরসা ভিক্ষা,
উন্নত জাতে উঠতে মশাই
পেয়েছি এমন শিক্ষা!