পূর্ণিমাতে চাঁদ উঠেছে কুটিরে মোর রোশনাই
প্রাসাদে ঝাড়বাতি আছে, তবু কেন আলো নাই।
আমার ঘরে হীরা মোতি সোনা দানা কিছু নাই
তোমার ঘরে সব যে আছে, ঘুমাইতে তাই পারো নাই।
আমার পেটে অল্প ক্ষুধা, মনে পরম সুখ ভাই
তোমার কাঁধে টাকার বোঝা, তোষক কোলে নরক ঠাঁই।
নাই যে আমার জমির কাগজ, বসতভিটা কিছু নাই
তোমার বিশাল জমিদারি, মালিক তবু তুমি নাই।
আমার হোগলা পাতার চালা, ভেতরে কি সুখ ভাই
তোমার আছে ইটের দালান, মাথার উপর ছাদ নাই।
উজান ঘাঁটির শিরীষ তলায় বাসা আমার চিরস্থায়ী
মুক্তি খোঁজে দিশেহারা , জীবন তোমার পরীযায়ী।
পূর্ণিমাতে চাঁদ উঠেছে কুটিরে মোর রোশনাই
প্রাসাদে ঝাড়বাতি আছে, তবু কেন আলো নাই।