এই সনাতন মাদল মদন
বিল বইটায় দেখ
লাল কালিতে নামটি দাদার
গোটায় গোটায় লেখ,
ধরান মশাই একশোএকে
করেন না খিচখিচ
মায়ের পুজোর চাঁদায় নিয়ে
কিপ্টেমি নয় প্লিজ।

এই হেঁদলো, বলনা গেঁড়ে,
লিস্টি এবার খাস
শুক্তো সাথে ফুলকপিও
মিলবে আরেব্বাস,
ছাড়ুন দাদা যাচ্ছে সময়
বাক্সে মারুন হাত
কালেকশনের খাটনি বোঝেন?
জীবন কুপোকাত।

এই হরিহর দাঁড়াও কেন,
সময়টা কি ফাও!
হাবলু ভুতোয় পিছন নিয়ে
পরের দোকান যাও।
রশিদ রাখুন, সঙ্গে থাকুন,
আনন্দে দিন যাক
সর্বজনীন পুজোয় সবাই
হৃষ্ট মুখে থাক।

বৌদি ছেলে সঙ্গে করে
রাত্রে গুরুবার
নিমন্ত্রিত সপরিবার
আসেন, নমস্কার।