ওরা তোর হাতে পিঠে কামড়ে খেলো
চেতনা বিবেক আবেগ বিকিয়ে দিয়ে।
ওরা কেউ সমাজ টারে বুঝিয়ে দিল
স্পন্দন হবেই চুরি চেন নামিয়ে।
ওরা তোর খামচে উদর গলায় টিপে পুরুষ সাজে
ওরা কেউ ভুয়ো খবর ছড়িয়ে ছিপে সারছে কাজে
জানোয়ার ছিড়লো যোনি, আড়াল কারা করছে, কেন?

ওরা তোর ছিনিয়ে নিল ডাক্তারি কোট
ঠোঁটেতে ঠোঁট লাগিয়ে আঙ্গুল চেপে,
ওরা কেউ শুনতে ছিল বলছে কি ঠোঁট?
মিথ্যে বলতে ঠোঁটে যায় না কেঁপে?
ওরা কি শুধুই দোষী, আর যে ওরা মারলো ফাঁকি?
কাল কি দেখতে বিচার, আসতে পারে মৌমা পাখি?
জানোয়ার ছিড়লো যোনি, মৃত্যু সাজা হচ্ছে যেন।